দেশ গড়ার সংগ্রামে বাংলাদেশ সফল হবে
ঢাকা: জার্মান গণতান্ত্রিক সাধারণতন্ত্রের মন্ত্রী পরিষদের চেয়ারম্যান মি, হস্ট জিন্ডারম্যান আজ রাতে উপমহাদেশের দেশগুলাের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে বাংলাদেশের উদ্যোগের প্রতি সমর্থন জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে তার দেয়া ভােজে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিভিন্ন অঞ্চলে ও বিশ্বের সর্বত্র বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে মতবিরােধ ও সমস্যা রয়েছে তা আলাপ আলােচলার মাধ্যমে মীমাংসা করা যায়-বঙ্গবন্ধুর এই অভিমতের প্রতি জিডিআরের প্রধানমন্ত্রী পূর্ণ সমর্থন দান করেন।
তিনি বিশ্ব শান্তি স্থাপনের সংগ্রামকে জোরদার করতে দুই দেশের আন্তরিক প্রচেষ্টাকে অত্যন্ত প্রয়ােজনীয় বলে উল্লেখ করেন। পূর্ব জার্মান প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে, জাতীয় অর্থনীতিকে সুদৃঢ় করে জনগণের জীবনের মান বাড়াতে বাংলাদেশ সক্ষম হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ স্বাধীনতা সংগ্রামে সফল হয়েছে।৮২
রেফারেন্স:
২৭ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত