ভূমিহীনদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত জমি বিতরণ অব্যাহত থাকবে
ঢাকা: ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার দফতরের মন্ত্রী মি. ফণীভূষণ মজুমদার ঢাকায় বলেন যে, বঙ্গবন্ধু সরকার ভূমিহীন লােকদের পুনর্বাসন করে তাদের কল্যাণ সাধনে বদ্ধপরিকর। তিনি তার অফিস কক্ষে এক সাক্ষাৎকারকালে প্রসঙ্গত আরাে বলেন যে, ভূমিহীন চাষীদের মধ্যে জমি বিতরণ ইতােপূর্বেই শুরু হয়েছে এবং ভূমিহীনদের পুনর্বাসন না করা পর্যন্ত তা অব্যাহত থাকবে। মন্ত্রী মহােদয় আরাে বলেন যে, ভূমিহীন চাষীদের পুনর্বাসন কাজের অগ্রগতি জমি সংগ্রহের পরিমাণের ওপর নির্ভর করছে। সরকার রাজস্ব দানে ভুল ওয়ারিশবিহীন জমি এবং যাদের ১০০ বিঘার ওপর জমি রয়েছে তাদের জমি সংগ্রহ করছে।৪৬
রেফারেন্স:
১৬ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত