You dont have javascript enabled! Please enable it! 1974.10.31 | বঙ্গবন্ধুর বাণী নিয়ে কামাল সৌদি আরব গেছেন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর বাণী নিয়ে কামাল সৌদি আরব গেছেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন বলেছেন যে, তিনি সৌদি আরবের বাদশাহ ফয়সলের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ব্যক্তিগত বাণী বহন করে নিয়ে গেছেন। ড. কামাল হােসেন সকালে সৌদি আরব সফরে যাবার প্রাক্কালে ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের নিকট একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরাে বলেন যে, সৌদি আরবে পাঁচদিনব্যাপী বন্ধুত্বপূর্ণ সফরকালে তিনি বাদশাহ ফয়সলের সাথে সাক্ষাৎ করবেন এবং সে সময়ে বঙ্গবন্ধুর বাণী বাদশাহ ফয়সলকে দেবেন। তিনি জানান যে, বাণীর বক্তব্য তার জানা নেই। সাংবাদিকদের আরও এক প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, এই গুরুত্বপূর্ণ আরব দেশটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তােলাই তার সফরের উদ্দেশ্য। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদী আরবের সাথে আমাদের সম্পর্কের দিন দিন উন্নতি হচ্ছে। তিনি আশা করেন যে, তার এই সফরের ফলে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পথ তৈরি হবে।৯৬

টীকা:

১. দৈনিক আজাদ, ১ অক্টোবর ১৯৭৪। ২. ঐ। ৩. ঐ। ৪. ঐ। ৫. দৈনিক আজাদ, ২ অক্টোবর ১৯৭৪। ৬, ঐ। ৭, ঐ। ৮. দৈনিক আজাদ, ৩ অক্টোবর ১৯৭৪। ৯, ঐ। ১০. ঐ। ১১. দৈনিক আজাদ, ৪ অক্টোবর ১৯৭৪। ১২. ঐ। ১৩. ঐ। ১৪. দৈনিক আজাদ, ৫ অক্টোবর ১৯৭৪। ১৫. ঐ। ১৬. ঐ। ১৭. দৈনিক আজাদ, ৬ অক্টোবর ১৯৭৪। ১৮. ঐ। ১৯. ঐ। ২০. দৈনিক আজাদ, ৭ অক্টোবর ১৯৭৪। ২১. ঐ। ২২. ঐ। ২৩. দৈনিক আজাদ, ৮ অক্টোবর ১৯৭৪। ২৪, ঐ। ২৫. ঐ। ২৬, দৈনিক আজাদ, ৯ অক্টোবর ১৯৭৪। ২৭. ঐ। ২৮, ঐ। ২৯, দৈনিক আজাদ, ১০ অক্টোবর ১৯৭৪। ৩০. ঐ। ৩১, ঐ। ৩২. দৈনিক আজাদ, ১১ অক্টোবর ১৯৭৪। ৩৩, ঐ। ৩৪. ঐ। ৩৫. ঐ। ৩৬. দৈনিক আজাদ, ১২ অক্টোবর ১৯৭৪। ৩৭. ঐ। ৩৮, ঐ। ৩৯. দৈনিক আজাদ, ১৩ অক্টোবর ১৯৭৪। ৪০. ঐ। ৪১. ঐ। ৪২. দৈনিক আজাদ, ১৪ অক্টোবর ১৯৭৪। ৪৩. ঐ। ৪৪. ঐ। ৪৫. দৈনিক আজাদ, ১৫ অক্টোবর ১৯৭৪। ৪৬. ঐ। ৪৭. ঐ। ৪৮, দৈনিক আজাদ, ১৬ অক্টোবর ১৯৭৪। ৪৯, ঐ। ৫০, ঐ। ৫১. দৈনিক আজাদ, ১৮ অক্টোবর ১৯৭৪। ৫২. ঐ। ৫৩. দৈনিক আজাদ, ১৯ অক্টোবর ১৯৭৪। ৫৪. ঐ ৫৫. ঐ। ৫৬. দৈনিক আজাদ, ২০ অক্টোবর ১৯৭৪। ৫৭. দৈনিক আজাদ, ২১ অক্টোবর ১৯৭৪। ৫৮, ঐ। ৫৯, ঐ। ৬০, ঐ। ৬১. দৈনিক আজাদ, ২২ অক্টোবর ১৯৭৪। ৬২. ঐ। ৬৩, ঐ। ৬৪, ঐ। ৬৫, ঐ। ৬৬. দৈনিক আজাদ, ২৩ অক্টোবর ১৯৭৪। ৬৭. ঐ। ৬৮, ঐ। ৬৯, ঐ। ৭০. ঐ। ৭১. দৈনিক পূর্বদেশ, ২৪ অক্টোবর ১৯৭৪। ৭২, ঐ। ৭৩. ঐ। ৭৪. দৈনিক পূর্বদেশ, ২৫ অক্টোবর ১৯৭৪। ৭৫. ঐ। ৭৬, ঐ। ৭৭, দৈনিক আজাদ, ২৬ অক্টোবর ১৯৭৪। ৭৮, ঐ। ৭৯, ঐ। ৮০, ঐ। ৮১. দৈনিক আজাদ, ২৭ অক্টোবর ১৯৭৪। ৮২. ঐ। ৮৩, ঐ। ৮৪, দৈনিক আজাদ, ২৮ অক্টোবর ১৯৭৪। ৮৫, ঐ। ৮৬, ঐ। ৮৭. দৈনিক আজাদ, ২৯ অক্টোবর ১৯৭৪। ৮৮, ঐ। ৮৯, ঐ। ৯০. দৈনিক আজাদ, ৩০ অক্টোবর ১৯৭৪। ৯১. ঐ। ৯২. ঐ। ৯৩. ঐ। ৯৪, দৈনিক আজাদ, ৩১ অক্টোবর ১৯৭৪। ৯৫. ঐ। ৯৬. ঐ।

পৃষ্ঠা: ৫৮০

রেফারেন্স:

৩১ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত