সংকট উত্তরণে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সাহায্য দিতে প্রস্তুত: কিসিঞ্জার
ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ড. হেনরি কিসিঞ্জার বলেছেন, তার দেশ বাংলাদেশকে বর্তমানে খাদ্য সংকট ও অর্থনৈতিক সমস্যা কাটিয়ে ওঠার ব্যাপারে সর্বাত্মক সাহায্য দিতে প্রস্তুত। ড. কিসিঞ্জার। অপরাহ্বে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে প্রায় ৭৫ মিনিট আলাপ আলােচনার পর এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। বাংলাদেশের প্রধান সমস্যা কি, এ জাতীয় একটি প্রশ্নের উত্তরে ড. কিসিঞ্জার বলেন, প্রাথমিক অবস্থায় বর্তমান সংকট মােকাবেলার জন্য পর্যাপ্ত খাদ্য আমদানি করা ও দ্বিতীয় অভ্যন্তরীণভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান খাদ্য সংকট মােকাবিলা করার জন্য মার্কিন সরকার জরুরি ভিত্তিতে সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাবে। তাছাড়া বাংলাদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য যাবতীয় কারিগরি সাহায্য করবে। তিনি বলেন, বাংলাদেশের সামনে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ড. কিসিঞ্জার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার আলােচনাকালে প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সমস্যার কথা তুলে ধরেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও আলাপ আলােচনা করেছেন বলে ড. কিসিঞ্জার সাংবাদিকদের নিকট তথ্য প্রকাশ করেন। আলাপ আলােচনাকে তিনি অত্যন্ত সফল বলে বর্ণনা করেন। ড. কিসিঞ্জার সাংবাদিকদের নিকট বঙ্গবন্ধু এবং তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নেতৃত্বের গুণে বাংলাদেশ বিশ্বের মাঝে টিকে থাকবে। তিনি বলেন, বাংলাদেশ এমনই একটি দেশ যার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিরােধ নেই। বাংলাদেশে এসে তিনি অত্যন্ত খুশি বলে ড, কিসিঞ্জার সাংবাদিকদের নিকট তথ্য প্রকাশ করেন।৯০
রেফারেন্স:
৩০ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত