যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১ লাখ টন খাদ্যশস্য দিবে
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন ঘােষণা করেন যে, বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের জন্য মার্কিন যুক্তিরাষ্ট্র অতিরিক্ত ১ লাখ টন খাদ্যশস্য পাঠানাের প্রতিশ্রুতি দিয়েছে। এ অতিরিক্ত খাদ্যশস্যদানের ফলে চলতি বছর বাংলাদেশে মার্কিন খাদ্য সাহায্যের পরিমাণ দাঁড়ালাে আড়াই লাখ টন। সফররত মন্ত্রী ড. হেনরি কিসিঞ্জার ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনের মধ্যে আনুষ্ঠানিক আলােচনা অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ড. কিসিঞ্জারের মধ্যে আলােচনার সময় তিনি উপস্থিত ছিলেন। আলােচনার পর এর ফলাফল সম্পর্কে তিনি সাংবাদিকদের অবহিত করেন। ড. কিসিঞ্জার তার সাংবাদিক সম্মেলন শেষে গণভবন ত্যাগের পর ড. কামাল সাংবাদিকদের সাথে আলাপ করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র সার্বিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এ মুহূর্তে সাহায্যের সঠিক পরিমাণ কত তা বলা সম্ভব নয়।
তিনি বলেন, আমাদের প্রয়ােজনীয়তা সম্পর্কে সঠিক হিসেব নিকাশের পর সাহায্যের পরিমাণ বলা যাবে। এক প্রশ্নের জবাবে ড. কামাল হােসেন বলেন, প্রধানমন্ত্রী বা তার সাথে ড, কিসিঞ্জারের মধ্যে বৈঠকের সময় ফারাক্কা প্রসঙ্গ আলােচিত হয়। কামাল-কিসিঞ্জার আলােচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন। বাংলাদেশের পক্ষে আর যারা ছিলেন তারা হলেন, পররাষ্ট্র সচিব ফখরুদ্দিন আহমদ, পরিকল্পনা দফতরের অতিরিক্ত সচিব জনাব আশরাফুজ্জামান, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক সচিব ড. সাত্তার এবং মন্ত্রণালয়ের ৩ জন ডিরেক্টর। ড. কিসিঞ্জারের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যাভিস বােস্টার, সহকারী পররাষ্ট্র সচিব আলফ্রেড এল, অ্যাথারটন, নীতি নির্ধারণ পরিচালক উনস্টনলউ, নিকটপ্রাচ্য ও এশিয়া বিষয়ক পররাষ্ট্র দফতরের ডেপুটি মন্ত্রী মি. এল ব্রু লেইংয়েন এবং জাতীয় নিরাপত্তা পরিষদের রবার্ট বিওকলে।৯২
রেফারেন্স:
৩০ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত