বাংলাদেশের উন্নয়নে যৌথ কমিশন প্রয়ােজন
ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মি. হেনরী কিসিঞ্জার ভারতে এসে দুটি উল্লেখযােগ্য কাজ করেছেন। এই দুটি কাজের দৃষ্টান্ত আমাদের অনুসরণ করা দরকার বলে কূটনৈতিক ও ঢাকা অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল অভিমত প্রকাশ করেন। ভারত-মার্কিন যৌথ কমিশন গঠন করার জন্য মি. কিসিঞ্জার চুক্তি স্বাকরেছেন। এই কমিশন ভারতের বড় বড় পরিকল্পনায় সাহায্য দেয়ার প্রশ্ন পর্যালােচনা করবে, এবং ভারত কারিগরি সাহায্য দেয়ার ব্যবস্থা করবে। রাশিয়া ও আমেরিকা ইতােপূর্বে যৌথ কমিশন গঠন করেছেন। এর ফলে দু’দেশের বহু বিরাট বিরাট শিল্প প্রকল্প। বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ-আমেরিকা অনুরূপ যৌথ কমিশন গঠিত হলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এটা এক বিরাট অবদান রাখতে পারবে। কাজেই মি. কিসিঞ্জারের এ সফরকালে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে অর্থনীতিবিদরা মতাে প্রকাশ করেন। ভারতমার্কিন প্রেসিডেন্টের সফরের আমন্ত্রণ ও মি. কিসিঞ্জার তার প্রেসিডেন্টের পক্ষ গ্রহণ করেছেন। এ সময় ভারত ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে। নয়া দিল্লি থেকে মার্কিন প্রেসিডেন্ট অল্পক্ষণের মধ্যেই ঢাকা পৌছাতে পারেন। কাজেই মি. ফোর্ড যাতে ভারত সফরে এলে ঢাকা সফর করেন, তজ্জন্য আমন্ত্রণ জানানাে খুবই সুবিবেচনার কাজ হবে বলে রাজনৈতিক মহল। অভিমত প্রকাশ করেন।৮৭
রেফারেন্স:
২৯ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত