You dont have javascript enabled! Please enable it! 1974.10.27 | গরীবদের সম্পদ লুটেরাদের চিহ্নিত করতে হবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

গরীবদের সম্পদ লুটেরাদের চিহ্নিত করতে হবে

যশাের: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদ যশােরের তসবির প্রেক্ষগৃহে আয়ােজিত এক সংগঠনে বক্তৃতাকালে বলেন, স্বাধীনতার পর যারা নতুন নতুন যুবদল গঠন করছে। এবং প্রাচুর্যের পাহাড় গড়ে তুলছে তাদের চিহ্নিত করার সুযােগ এসেছে। তিনি বলেন, এসব বর্ণচোরাদের আমরা চিনি। তারা দলের অভ্যন্তরে ঢুকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়।  বক্তৃতায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক দেশের দুর্ভিক্ষ অবস্থার কথা উল্লেখ করে বলেন, একদিকে বন্যা, অতিবৃষ্টি এবং অন্যদিকে চোরাকারবারী, মুনাফাখােররা বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। তারা সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের দোসর। অনুষ্ঠানে সভাপতি বক্তৃতায় এডভােকেট নুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ প্রতিটি কর্মী দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাবে।৮৪

রেফারেন্স:

২৭ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত