চোরাচালান বিরােধী ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের বৈঠক হবে
ঢাকা: খুব শীঘ্রই বাংলাদেশ ভারতের পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে বর্তমান চোরাচালান বিরােধী ব্যবস্থা কড়াকড়ির ব্যাপারে উচ্চ পর্যায়ের এক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। যদিও সম্মেলন অনুষ্ঠানের তারিখ এখনও ঠিক হয়নি তবুও উভয় সরকারের কর্মকর্তারা এ ব্যাপারে সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। এক সরকারি সূত্রে একথা জানা গেছে। বলা হয় যে, ভারতের সীমান্ত রাজ্য, পশ্চিমবঙ্গ আসাম, মেঘালয় ও ত্রিপুরার সীমান্ত কর্মকর্তাগণ সম্মেলনে যােগ দেন।৭৯
রেফারেন্স:
২৬ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত