You dont have javascript enabled! Please enable it! 1974.10.11 | ভুয়া ডিক্লারেশনে আনা তিন লাখ টাকার পণ্য ছয় মাস ধরে শুল্ক গুদামে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ভুয়া ডিক্লারেশনে আনা তিন লাখ টাকার পণ্য ছয় মাস ধরে শুল্ক গুদামে

চট্টগ্রাম: বিদেশ থেকে আমদানিকৃত তিন লাখ টাকারও বেশি মূল্যের মাল প্রায় ছয় মাস ধরে সমুদ্র শুল্ক বিভাগের গুদামে পড়ে আছে। এই মালগুলাে ভুয়া ডিক্লারেশনের বা অনুমতিপত্রের অধীনে সাতজন আমদানিকারক এনেছিলেন। এই পর্যন্ত মাল ছাড় করার প্রয়ােজনীয় কাগজপত্র নিয়ে এসব ভুয়া আমদানিকারকগণ শুল্ক কর্তৃপক্ষের কাছে আসেনি।

উল্লেখ্য যে, তথাকথিত ব্রিফকেস আমদানিকারকদের কারসাজির ফলে সরকার প্রচুর আমদানি কর থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে যে, উক্ত সাতজন আমদানিকারকই এক জিনিস আমদানি করার নামে অন্য জিনিস আমদানি করেছে। প্রথম জন সুতা আমদানি করতে গিয়ে আমদানি করেছে কার্বন কাগজ। অপর একজন বিজ্ঞান গবেষণাগারের যন্ত্রপাতি আমদানি করার নামে সাইকেল চেইন আমদানি করেছে। আমদানি ব্যবসায়ের ক্ষেত্রে এ ধরনের অসংগতিপূর্ণ। অবস্থা মােটামুটি নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে বলেও জানা গেছে। সমুদ্র শুল্ক কর্তৃপক্ষ এসব অনিয়ম ও ভুয়া অনুমতিপত্রের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছেন বলেও জানা যায়।৩৩

পৃষ্ঠা: ৫৫২

রেফারেন্স:

১১ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত