অনাহারীদের রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানাে হবে
নেত্রকোনা: খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমিন পুনরায় জনগণকে আশ্বাস প্রদান করে বলেছেন যে, জনগণকে অনাহার থেকে রক্ষার জন্য সরকার সকল ব্যবস্থা গ্রহণ করবে। জনাব মােমিন আজ এখানে সকল স্তরের জনগণের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ আশ্বাস প্রদান করেন। মন্ত্রী আজ সকালে বিমানযােগে ঢাকা থেকে এখানে আসেন এবং এছাড়াও নেত্রকোনা মহকুমার কেন্দুয়া থানার সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাম শ্রীপুরের এক সমাবেশে ভাষণ দেন। এ ছাড়াও খাদ্যমন্ত্রী সিলেট জেলার সুনামগঞ্জের এক সমাবেশে ভাষণ দেন। জনাব মােমিন বর্তমান দুঃখকষ্টকে দৃঢ় সাহসিকতার সঙ্গে মােকাবেলা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আগামী নভেম্বর নাগাদ এই দুঃখকষ্ট অনেকটা লাঘব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। জনাব মােমিন আরাে বলেন, সাম্প্রতিক বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনা হয় না এবং এর জন্য যে বৈদেশিক সাহায্য এসেছে তার পরিমাণও যথেষ্ট নয়। বন্যায় নজিরবিহীন জাতীয় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী বিভিন্ন স্থানে আরাে লঙ্গরখানা খােলার জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন।১৫
রেফারেন্স:
৫ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত