You dont have javascript enabled! Please enable it!

১৮ জুন শুক্রবার ১৯৭১

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মােহাম্মদ ইয়াহিয়া খান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশত্যাগী পাকিস্তানির প্রতি স্বদেশে ফিরে আসার আবেদন জানান। প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধুরী, বিচারপতি নূরুল ইসলাম, ডেমােক্রেটিক পার্টির সহ-সভাপতি মাহমুদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাজ্জাদ হােসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. কাজী দীন মােহাম্মদ ‘পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাথে রাওয়ালপিন্ডিতে সাক্ষাৎ করেন।  পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গােলাম আজম লাহােরে বলেন, দুষ্কৃতকারীরা (মুক্তিযোেদ্ধা) এখনও ধ্বংসাত্মক কাজে লিপ্ত। পাকিস্তানের প্রতি যারা অনুগত দুষ্কৃতকারীরা তাদের ওপর হামলা চালাচ্ছে। জনগণ পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ সহযােগিতা করতে ইচ্ছুক কিন্তু দুষ্কৃতকারীদের হুমকির দরুন তারা সাহায্য করতে পারছে না। পূর্ব পাকিস্তানের নিভৃত পল্লীগুলােতে দুষ্কৃতকারীদের আস্তানা। তাদের ধরতে পারলেই পরিস্থিতি সম্পূর্ণ করায়ত্ত করা সম্ভব হতাে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান