You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | ৮ ডিসেম্বর বুধবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

৮ ডিসেম্বর বুধবার ১৯৭১

জাতিসংঘের সাধারণ পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতি পালন ও সৈন্য প্রত্যাহারের জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করে। সাধারণ পরিষদে ভারতীয় প্রতিনিধি মি, সমর সেন বলেন, পাকিস্তানের অবশ্যই বাংলাদেশকে স্বীকার করে নিতে হবে। উপমহাদেশে শান্তি পুনঃস্থাপনের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযােগ্য না হলে জাতিসংঘের কোনাে প্রস্তাবই বাস্তবায়ন করা যাবে না। বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে সম্মিলিত বাহিনীর অগ্রাভিযান অব্যাহত থাকে। ব্রাহ্মণবাড়িয়া, হিলি, সুনামগঞ্জ, ছাতক, জয়ন্তিয়াপুর, লালমনিরহাট, দুর্গাপুর, হালুয়াঘাট ও আখাউড়ায় তীব্র সংঘর্ষ চলে। বরিশাল, কুমিল্লা, চাঁদপুর, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া যৌথবাহিনীর দখলে আসে। | মনােনীত উপ-প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান প্রতিনিধি দলের নেতা হিসেবে নিউইয়র্কের উদ্দেশে পিন্ডি ত্যাগ করেন। ঢাকায় মিত্রবাহিনী দশবার বিমান হামলা চালায়। হামলার লক্ষ্যস্থল ছিল সামরিক স্থাপনা। অনির্দিষ্টকালের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘােষণা করা হয়।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান