৬ ডিসেম্বর মােমবার ১৯৭১
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে ঘােষণা করেন, ভারত স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় পাকিস্তান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক | ছিন্ন করে। পাক-ভারত যুদ্ধের প্রেক্ষিতে পাকিস্তানের নির্বাচন কমিশন পূর্ব পাকিস্তানের উপনির্বাচন স্থগিত ঘােষণা করে। এ নির্বাচন ৭ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবার কথা ছিল। | মিত্রবাহিনীর বিমানবহরের বােমাবর্ষণে ঢাকা বিমানবন্দর রানওয়ে বিধ্বস্ত হয়। পূর্ব পাকিস্তান গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী ঢাকায় বলেন, ভারতের বিরুদ্ধে বেশ কিছু সময় প্রতিরক্ষামূলক যুদ্ধ চালিয়ে যেতে পাকিস্তান সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা যুদ্ধ চালিয়ে যাব। তিনি বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান ধরে রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, আমাদের বাহিনী প্রতিরক্ষামূলক যুদ্ধ করছে। এ পর্যন্ত পূর্ব পাকিস্তানে ১৬টি ভারতীয় বিমান ভূপাতিত করা। হয়েছে। তিনি বলেন, ময়মনসিংহের উত্তরে কৌশলগত যুদ্ধ চলছে। ভারত ঠাকুরগাঁয়ে প্রধান অভিযান চালিয়েছে। ভারতীয় বাহিনী সহজে ঢাকা প্রবেশ করতে পারবে না। সম্মিলিত বাহিনী যশাের, আখাউড়া, লাকসাম, চৌদ্দগ্রাম ও হিলিতে প্রচুর চাপ সৃষ্টি করে। পাকিস্তানি বাহিনী এসব স্থানে যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে পিছু হটে বিকল্প অবস্থান নেয়। নিরাপত্তা পরিষদে পাক-ভারত যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রস্তাবের ওপর সােভিয়েত ইউনিয়ন দ্বিতীয় দফা ভেটো দেয়। সােভিয়েত সরকারের একজন মুখপাত্র মস্কোতে বলেন, ভারতীয় উপমহাদেশের বর্তমান পরিস্থিতিতে সােভিয়েত ইউনিয়ন উদাসীন থাকতে পারে না। কারণ, এখানে সােভিয়েত ইউনিয়নের নিরাপত্তার স্বার্থ জড়িত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, দিনাজপুরের বীরগঞ্জ, বােচাগ, বিরামপুর, মেহেরপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, ফেনী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও সিলেটের শমসেরনগর যৌথবাহিনীর অধিকারে আসে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান