You dont have javascript enabled! Please enable it! 1971.12.02 | ২ ডিসেম্বর বৃহস্পতিবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

২ ডিসেম্বর বৃহস্পতিবার ১৯৭১

আখাউড়া, পচাগড়, ভুরুঙ্গামারী, কামালপুর, বনতারা, শমসেরনগর ও পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানি সেনাদের সাথে মুক্তিযোেদ্ধাদের প্রচণ্ড সংঘর্ষ হয়।  প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সিনেটর উইলিয়াম বি, সেক্সবি ও পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জোসেফ এস, ফারল্যান্ড বৈঠকে মিলিত হন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে কংগ্রেস দলের এক কর্মিসভায় ভাষণদানকালে বলেন, পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশ ছেড়ে গেলেই লাখ লাখ বাঙালি স্বদেশ ফিরে গিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করতে পারেন।  বােমা বিস্ফোরণে ঢাকায় রামপুরা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রসহ চট্টগ্রামে ৫টি বিদ্যুৎ সাব স্টেশন ও ২টি পেট্রোল পাম্প বিধ্বস্ত হয়। | পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান জামায়াতে ইসলামীর পূর্ব পাকিস্তান শাখার নেতৃবৃন্দ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার লক্ষ্যে অবিলম্বে পশ্চিম পাকিস্তান সীমান্ত থেকে ভারত আক্রমণ করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আবেদন জানান।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান