২২ নভেম্বর সােমবার ১৯৭১
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভারতের সাথে সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার যে আহ্বান জানিয়েছেন তা যদি তিনি আন্তরিকতার সাথে করে থাকেন তাহলে ভারত তা স্বাগত জানাবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া যদি এ ব্যাপারে আন্তরিক হন তাহলে তাঁর উচিত বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া, বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন বন্ধ রেখে যে এক কোটি শরণার্থী ভারতে রয়েছে তারা যাতে নিরাপদে ও সম্মানের সাথে দেশে ফিরতে পারে সে লক্ষ্যে একটি রাজনৈতিক মীমাংসায় আসার জন্য ১৯৭০-এর নির্বাচনে নির্বাচিত নেতাদের সাথে অবিলম্বে আলােচনা শুরু করা। যশাের সীমান্তে প্রচণ্ড সংঘর্ষের পর পাকিস্তান সরকারের পক্ষ থেকে মুক্তিবাহিনীর সাফল্যকে পরােক্ষভাবে স্বীকার করে বলা হয়, আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে এসে ভারতীয়রা (মুক্তিযােদ্ধা) পাকিস্তান সীমান্তের কিছুদূর এগিয়ে আসতে পেরেছে। সামরিক কর্তৃপক্ষ সড়ক পরিবহন সংস্থার আন্তঃজেলা কোচ সার্ভিস। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘােষণা করেন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান