১০ নভেম্বর বুধবার ১৯৭১
বিকেলে গেরিলারা ঢাকার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়ে কেন্দ্রের বিপুল ক্ষতিসাধন করে। গেরিলা হামলায় বিদ্যুৎ কেন্দ্রের কাজ বিঘ্নিত হয়। ফলে পুরনাে শহরসহ ঢাকার অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সারারাত নগরীর দুই-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন থাকে। দুপুরে ফার্মগেটস্থ হলিক্রস কলেজ ভবনে বােমা বিস্ফোরণ ঘটে। | নােয়াখালীর বেলুনিয়া সীমান্তে সারাদিন মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। গ্রীন রােডে রেডিও পাকিস্তানের প্রকৌশল ভবনে গেরিলা হামলায় দুজন প্রকৌশলী নিহত হন। গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আল বদর বাহিনীর সদস্যরা সাদা পােশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রােকেয়া হলে প্রবেশ করে ছাত্রী ও শিক্ষয়িত্রীদের রুমে পাইকারি লুণ্ঠন চালায়। প্রায় ৮০ জনের এই দুবৃত্ত দলটি এক ঘণ্টারও বেশি সময় হলে অবস্থানকালে ছাত্রীদের ঘরের দরজা ভেঙে তাদের ওপর নির্যাতন চালায়।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান