You dont have javascript enabled! Please enable it! 1971.11.05 | ৫ নভেম্বর শুক্রবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

৫ নভেম্বর শুক্রবার ১৯৭১

পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে চীন সরকারের সাথে আলাচনার জন্য পিকিং (বেইজিং) যান। ভুট্টোর নেতৃত্বাধীন ৮ সদস্যের উচ্চ ক্ষমতাবিশিষ্ট প্রতিনিধি দলে রয়েছেন পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এ. রহিম খান, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল গুল হাসান খান, নৌবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার এডমিরাল এ. রশীদ, পররাষ্ট্র সচিব সুলতান মােহাম্মদ খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন ডিরেক্টর জেনারেল আফতাব আহমদ খান ও তবারক হােসেন এবং ডিরেক্টর আহমদ কেওয়াল। রাতে জনাব ভুট্টো ও চীনা প্রধানমন্ত্রী চৌ এন। লাই আলােচনা বৈঠকে মিলিত হন। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী ও মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। রেডিও পাকিস্তান ঘােষণা করে, মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানি প্রেসিডেন্টের জরুরি চিঠির জবাব পাঠিয়েছেন। | বিভিন্ন সীমান্তে মুক্তিবাহিনীর আক্রমণ অব্যাহত থাকে। দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মুক্তিযােদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ হয়। পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লে. জেনারেল এ. এ. কে. নিয়াজী বিভিন্ন সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। ইসলামাবাদে পাকিস্তান সরকারের জনৈক মুখপাত্র ঘােষণা করেন, পাকিস্তান তার পূর্বাংশে বিরাজিত উত্তেজনাকর পরিস্থিতি মােকাবিলায় বৃহৎ শক্তিবর্গের  সাহায্য কামনা করেছে। গণচীন ও রুমানিয়া পাকিস্তানকে প্রয়ােজনীয় অস্ত্র দিতে সম্মত হয়েছে। নারায়ণগঞ্জে গেরিলাদের গুলিতে শান্তি কমিটির দুজন সদস্য নিহত হন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান