২৯ অক্টোবর শুক্রবার ১৯৭১
পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে এক বিবৃতিতে বলেন, খাটি পাকিস্তানিদের স্বদেশ প্রত্যাবর্তন পরীক্ষা করে দেখার জন্য আন্তর্জাতিক সংস্থাকে গ্রহণ করা হবে। তিনি দাবি করেন, গত মার্চ মাসের পর ২০ লাখের কিছু বেশি পাকিস্তানি ভারতে আশ্রয় নিয়েছে। মুক্তিবাহিনীর সদস্যরা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে শত্রুবাহিনীর ওপর আক্রমণ চালায়। ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী ব্রিটিশ নেতৃবৃন্দের সাথে পাক-ভারত পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলােচনার জন্য লন্ডনে উপস্থিত হন। সন্ধ্যায় ঢাকায় ইংরেজি দৈনিক মর্নিং নিউজ প্রাঙ্গণে বােমা বিস্ফোরণ ।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান