You dont have javascript enabled! Please enable it! 1971.10.08 | ৮ অক্টোবর শুক্রবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

৮ অক্টোবর শুক্রবার ১৯৭১

লন্ডনে বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি বিচারপতি আবু সাঈদ চৌধুরী এক দল পাকিস্তানি কর্তৃক লাঞ্ছিত হন। তিনি বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির উদ্দেশ্যে আয়ােজিত এক সমাবেশে বক্তৃতাকালে এক দল উর্দুভাষী তার ওপর চড়াও হয় এবং সভা পণ্ড করার চেষ্টা করে। এতে তিনি সামান্য আহত হন। ময়মনসিংহের এ. কে. মােশাররফ হােসেন এমপিএ, সিলেটের জসিম উদ্দিন আহমদ ও কুমিল্লার এডভােকেট মুজিবুর রহমান ডা. মালেক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। সিলেটে গেরিলাদের বসানাে মাইনে পাকিস্তানি সৈন্যবাহী একটি বাস বিধ্বস্ত। রাজশাহীর উত্তর-পশ্চিম সীমান্ত গ্রাম চাউকায় মুক্তিবাহিনীর আক্রমণে ৫ জন পাকসেনা নিহত হয়। গেরিলারা চট্টগ্রামে প্রকাশ্য দিবালােকে ব্যাংক লুট করে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান