২ অক্টোবর শনিবার ১৯৭১
কুমিল্লা, যশাের ও সিলেট সীমান্তে ১৭টি এলাকায় মুক্তিবাহিনীর একযােগে হামলা। মুক্তিযােদ্ধাদের আচমকা মর্টার ও কামান হামলায় বিভিন্ন রণাঙ্গনে কয়েক শ পাকিস্তানি সেনা হতাহত হয়। প্রচুর অস্ত্রশস্ত্র মুক্তিবাহিনীর হস্তগত হয়। মুক্তিবাহিনী কুমিল্লার কালিপুর, পরশুরাম, খাজুরিয়া, শাহপুর, কাউয়ামতলা, নয়নপুর, বড়জলা, হরিমঙ্গল, ছাগলপুর, রাজপুর, সালদানদী, মধুগ্রাম, সিলেটের রাধানগর, জয়ন্তিপুর, রাজঘাট ও যশােরের বেনাপােলের হিজলতলী গ্রামে শত্রুবাহিনীর ওপর আক্রমণ চালায়।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান