২৮ সেপ্টেম্বর মঙ্গলবার ১৯৭১
ভারতের নাগাল্যান্ডের ডিমাপুর বিমানবন্দরে তিনটি বিমান ও নয় জন বৈমানিক নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিট গঠিত হয় । প্রধান সামরিক প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তান ফরেন সার্ভিসের ৮ জন অফিসারকে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘােষণা করায় চাকরি থেকে বরখাস্ত করেন। এঁরা হলেন ইরাকস্থ রাষ্ট্রদূত এ, এফ, এম, আবুল ফাত্তাহ্, কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনার হােসেন আলী, জাতিসংঘ সহকারী স্থায়ী প্রতিনিধি এস, এ. করিম, ওয়াশিংটনস্থ কাউন্সিলার এস, এ, এম, এস, কিবরিয়া, থার্ড সেক্রেটারি মহিউদ্দিন আহমদ ও আনােয়ারুল করিম।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান