You dont have javascript enabled! Please enable it! 1971.09.27 | ইন্দিরা গান্ধীর মস্কো সফর | Indira visits Moscow - সংগ্রামের নোটবুক

২৭ সেপ্টেম্বর সােমবার ১৯৭১

বাংলাদেশ সমস্যা সম্পর্কে আলােচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর তিন দিনের সরকারি সফরে মস্কো গমন। জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং বাংলাদেশ পরিস্থিতি উল্লেখ করে ভারতে অবস্থানকারী শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তি ও আওয়ামী লীগের সাথে একটি মীমাংসায় আসার জন্য। পাকিস্তানিদের প্রতি আহ্বান জানান। | মওলানা এম. এ. মান্নানের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষক সমিতির একটি প্রতিনিধিদল ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লে. জেনারেল এ. এ. এক, নিয়াজীর সাথে দেখা করেন। এ সময় মওলানা মান্নান বলেন, পাকিস্তানের  নিরাপত্তার জন্য মাদ্রাসার শিক্ষকরা জেনারেল নিয়াজীকে পূর্ণ সহযােগিতা করবেন। তিনি জেনারেল নিয়াজীকে এক কপি কোরান শরিফ উপহার দিয়ে তাঁকে আশ্বাস দেন ওলেমা ও মাদ্রাসার শিক্ষকরা রাষ্ট্রবিরােধীদের উৎখাতের ব্যাপারে সেনাবাহিনীকে সাহায্য করতে প্রস্তুত।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান