You dont have javascript enabled! Please enable it! 1971.10.29 | নিক্সন জল্লাদ ইয়াহিয়াকে রক্ষা করতে পারলেন না | জয়বাংলা - সংগ্রামের নোটবুক

নিক্সন জল্লাদ ইয়াহিয়াকে রক্ষা করতে পারলেন না

পাকিস্তানে মার্কিণ সাহায্যের উপর সিনেটের নিষেধাজ্ঞা আরােপ । মার্কিণ সিনেটের পররাষ্ট্র সম্পর্কিত কমিটি গত ১৪ই অক্টোবর পাকিস্তানের সকল প্রকারের সামরিক, অর্থনৈতিক, মজুরী ঋণ ও ধারে বিক্রি সাহায্য বন্ধ করে দেওয়ার প্রস্তাব নিয়েছেন।  প্রেসিডেন্ট নিক্সন কংগ্রেসের কাছে অনুমােদনের জন্য বৈদেশিক সাহায্যের যে বিল প্রেরণ করেছিলেন তাতে তিনি পাকিস্তানকে ২২ কেটি ৫০ লাভ ডলার (প্রায় ২ শত কোটি টাকা) বৈদেশিক সাহায্য দানের প্রস্তাব করে ছিলেন। কিন্তু সিনেট অন্যান্য সংশােধনী সহ পাকিস্তানের সাহায্যের অঙ্কটি সম্পূর্ণরূপে ছাঁটাই করে দেন। ইতিপূর্বে মার্কিণ কংগ্রেসের প্রতিনিধি পরিষদও অনুরূপ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে কংগ্রেসের উভয় পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের দরুণ পাকিস্তানে মার্কিন সাহায্য একেবারে বন্ধ হয়ে গেল। | সভা শেষে সিনেটের ফ্রানআর্চ সাংবাদিকদের জানান প্রেসিডেন্ট নিক্সন যে পর্যন্ত কংগ্রেসকে জানাবেন যে পূর্ববাংলায় রাজনৈতিক স্থিতিশীলতা যুক্তিযুক্ত পর্যায়ে ফিরে এসেছে এবং শরণার্থীদের স্বদেশে ফিরে যেতে দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত পাকিস্তানের মার্কিণ সাহায্যের উপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। 

সিনেটর ফ্রাঙ্ক চার্চ বলেন, গত আগষ্ট মাসে প্রতিনিধি পরিষদ পাকিস্তান মার্কিন সাহায্যে বন্ধের ব্যাপারে। যে প্রস্তাব দেন্ সিনেটের প্রস্তাবের ভাষা তার চেয়ে অনেক কড়া। তিনি বলেন, সিনেটের এই কড়া প্রস্তাবের ফলে পাকিস্তানে সকল রকমের মার্কিণ সাহায্য যথা সামরিক, অর্থনৈতিক মধুরী, ধারে বিক্রী বন্ধ হয়ে গেল। তিনি বলেন, বর্তমানে যে সমস্ত সাহায্য পাকিস্তানে যাওয়ার পথে ছিল এই প্রস্তাবে ফলে তাও বন্ধ হয়ে গেল। ওলন্দাজ সাহায্যও বন্ধ। ওলন্দাজ প্রধান মন্ত্রী গত ১৪ ই অক্টোবর পার্লামেন্টে ঘােষণা করেন যে তার দেশ গত মাসের শেষ ভাগ থেকে পাকিস্তানের সর্বপ্রকার সাহায্য দান বন্ধ করে দিয়েছে এবং গত জুনের পর নতুন কোন ঋণের চুক্তি স্বাক্ষর করে নাই।  এই সংবাদ প্রচার প্রসঙ্গে ওলন্দাজ বেতার জানান যে পূর্ববাংলার ব্যাপারে গণতন্ত্র-সম্মত আচরণ না করা পর্যন্ত পার্লামেন্টের বহু সদস্য পাকিস্তানে সমস্ত ওলন্দাজ সাহায্য বন্ধ করে দেওয়ার দাবী জানান।

জয়বাংলা (১) ১: ২৫। ২৯ অক্টোবর ১৯৭১