You dont have javascript enabled! Please enable it! 1971.08.30 | ব্রিটিশ সরকারের কাছে পাকিস্তান সরকারের প্রতিবাদ - সংগ্রামের নোটবুক

৩০ আগস্ট সােমবার ১৯৭১

ব্রিটেন ও ব্রিটিশ উপনিবেশগুলােকে পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ধ্বংসাত্মক আন্দোলন চালানাের কাজে ব্যবহার করার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কাছে পাকিস্তান সরকারের প্রতিবাদ’। প্রতিবাদলিপিতে বলা হয়, ব্রিটিশ সরকার ও হংকং প্রশাসন সেখানে আশ্রয়প্রার্থী বাঙালি বিদ্রোহীদের প্রতি নমনীয় মনােভাব প্রদর্শন করছে এবং বিদ্রোহীদের ব্রিটেনে থাকার অনুমতি দিয়েছে। বিদ্রোহীদের বিবিসি বেতার ও টেলিভিশন ব্যবহার করতে দেওয়া হয়েছে। বহু ব্রিটিশ নাগরিক পাকিস্তানে ধ্বংসাত্মক কাজ চালানাের জন্য তহবিল সংগ্রহ এবং অস্ত্র ক্রয় করতে বিদ্রোহীদের সাথে হাত মিলিয়েছেন। রাওয়ালপিন্ডিতে কাউন্সিল মুসলিম লীগের খাজা খয়রুদ্দিন ও মওলানা শফিকুল ইসলাম প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাথে দেখা করেন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান