১৯ জুলাই সােমবার ১৯৭১
কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ মােহাম্মদ খান দৌলতানা রাওয়ালপিন্ডিতে বলেন, জাতীয় জীবনের এ সঙ্কটকালে ক্ষমতা হস্তান্তরের দাবি দেশদ্রোহিতামূলক। পাকিস্তান মুসলিম লীগের সভাপতি খান আবদুল কাইউম খান বলেন, দেশের রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র পাকিস্তান মুসলিম লীগই প্রথম থেকে ৬ দফার বিরােধিতা করে এসেছে, ৬ দফাকে একটি টাইম বােম’ হিসেবে বর্ণনা করেছে। ভারত সরকারের তথ্যানুযায়ী ভারতে বাংলাদেশের শরণার্থীদের সংখ্যা দাঁড়ায় ৭০ লাখ ২১ হাজার ৪শ ৯০ জন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং রাজ্যসভায় বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অস্ত্র সরবরাহের ফলে কেবল বাংলাদেশের জনগণের দুর্ভোগ বৃদ্ধি পাবে না, সেইসাথে এই উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা হুমকির সম্মুখীন হবে। ভারত-মার্কিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর তা প্রভাব ফেলতে পারে ।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান