১২ জুলাই সােমবার ১৯৭১
পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো তেহরান থেকে আকস্মিক স্বদেশ প্রত্যাবর্তন করেন। তেহরান থেকে তাঁর কাবুল রওয়ানা হবার কথা ছিল। জামায়াতে ইসলামীর আমীর মওলানা আবুল আলা মওদুদী এক বিবৃতিতে জনাব ভুট্টো পাকিস্তান সরকারকে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সঙ্গে আপস-মীমাংসার যে পরামর্শ দিয়েছেন তা রাজনৈতিক হঠকারিতা ও দুরভিসন্ধিমূলক’ বলে অভিহিত করেন। কনভেনশন মুসলিম লীগের সভাপতি ফজলুল কাদের চৌধুরী লাহােরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, তবে ভারতের দালালরা সেখানে সক্রিয় রয়েছে। এদের হুমকি মােকাবিলা করার জন্য দেশপ্রেমিক নাগরিক আজ ঐক্যবদ্ধ।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান