আজাদ
২২শে ফেব্রুয়ারি ১৯৬৯
মুজিব ও ভাসানীর সহিত আলোচনার জন্য তথ্য উজিরের ঢাকা উপস্থিতি
ঢাকা, ২১শে ফেবরুয়ারী। -শেখ মুজিবর রহমান ও মওলানা ভাসানীর সহিত আলোচনার জন্য কেন্দ্রীয় তথ্য উজির খওয়াজা শাহাবুদ্দিন আজ রাত্রে এখানে উপনীত হইয়াছেন। এখানে উপনীত হওয়ার পর তিনি প্রতিরক্ষা উজির জনাব এ আর খানের সহিত একটি সামরিক জীপে করে বিমান বন্দর ত্যাগ করেন।
বৰ্ত্তমানে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান ঢাকা ক্যান্টনমেন্টে সামরিক হেফাজতে আটক রহিয়াছেন এবং ন্যাপনেতা মওলনা ভাসানী টাঙ্গাইলে রহিয়াছেন। আগামীকাল অপরাহ্নে তিনি এখানে উপনীত হইবেন বলিয়া আশা করা যায়। তাহাকে লইয়া আসার জন্য আগামীকাল প্রত্যুষে একটি মোটর গাড়ী টাঙ্গাইল প্রেরণ করা হইবে। -এপিপি
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯