৭ জুলাই বুধবার ১৯৭১
মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. হেনরি কিসিঞ্জার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিংএর সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। আলােচনা হয়। পশ্চিম পাকিস্তান পিডিপি-র সভাপতি নওয়াবজাদা নসরুল্লাহ খান লাহারে এক সাংবাদিক সম্মেলনে যত শীঘ্র সম্ভব আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানের বিচার অনুষ্ঠানের দাবি জানান। | জাতীয় যুব কাউন্সিলের সভাপতি ও ঢাকা হাইকোর্টের এডভােকেট মাহবুবুর রহমান এক বিবৃতিতে পাকিস্তানের অখণ্ডতা বিনষ্টের জঘন্য চক্রান্তের বিরুদ্ধে দৃঢ় ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য পাকিস্তান সরকারকে অভিনন্দন জানিয়ে প্রয়ােজনে ব্রিটেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। তিনি দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় নাগরিকদের প্রতি বিচ্ছিন্নতাবাদীদের (মুক্তিযােদ্ধা) বিরুদ্ধে সাহসিকতাপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সিনেটর ফ্রাঙ্ক চার্চ মার্কিন সিনেটে নিক্সন প্রশাসনের সমালােচনা করে অবিলম্বে পাকিস্তানে পাঠানাে অস্ত্রবাহী জাহাজ ফেরত আনার জন্য আহ্বান জানান।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান