You dont have javascript enabled! Please enable it! 1971.07.15 | পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচিতে সাংবাদিক সম্মেলন - সংগ্রামের নোটবুক

৫ জুলাই সােমবার ১৯৭১

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেশের বর্তমান সঙ্কট অতিক্রমের জন্য এখন প্রয়ােজন জনপ্রিয় নেতৃত্ব ও সত্যিকার রাজনৈতিক পদক্ষেপ। ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ দূত কৃষিমন্ত্রী ফখরুদ্দিন আলী আহমদ সংযুক্ত আরব আমিরাত সফর শেষে কায়রােয় পৌঁছান এবং প্রেসিডেন্ট আনােয়ার সাদাতের সাথে আলােচনা করেন। তিনি শরণার্থী সমস্যা সম্পর্কে ভারত সরকারের মনােভাব ব্যাখ্যা করেন।  পাকিস্তান সরকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এ্যালেক ডগলাস হিউম প্রদত্ত যুক্ত বিবৃতির প্রতিবাদ করে। শরণ সিং-এর ব্রিটেন সফরকালে দুপক্ষের আলােচনা শেষে এক যুক্ত বিবৃতিতে বলা হয়, শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য একটি রাজনৈতিক সমাধান অবশ্যই খুঁজে বের করতে হবে এবং সে সমাধান অবশ্যই বাঙালিদের। কাছে গ্রহণযােগ্য হতে হবে। অধিকৃত বাংলাদেশের গভর্নর ও সামরিক প্রশাসক লে. জেনারেল টিক্কা খান রাজশাহী, চুয়াডাঙ্গা ও নাটোর পাকিস্তানি সেনাবাহিনীর ব্যারাকসমূহ পরিদর্শন করেন এবং স্থানীয় শান্তি কমিটির সদস্যদের উদ্দেশে ভাষণ দেন। দুই সদস্যের একটি পশ্চিম জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল করাচি থেকে ঢাকায় এসে পৌঁছান। সন্ধ্যায় তারা জেনারেল টিক্কা খানের সাথে সাক্ষাৎ করেন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান