২ জুলাই শুক্রবার ১৯৭১
বাংলাদেশের পক্ষে প্রচারণা চালানাের সুযােগ করে দেওয়ার প্রতিবাদে পাকিস্তান। রয়াল কমনওয়েলথ সমিতির সাথে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেয়। পাকিস্তান সরকার বাণিজ্য সংক্রান্ত ছাড়া সকল প্রকার বেসরকারি পর্যায়ের বিদেশ ভ্রমণ বন্ধ করে দেয়। সিরিয়া ও গাম্বিয়া পাকিস্তানের অখণ্ডতার সপক্ষে তাদের পূর্ণ সমর্থনের কথা ঘােষণা করে। পাকিস্তান সশস্ত্র ব্যক্তিদের (মুক্তিযােদ্ধা) সীমান্ত লঙ্ঘনের বিরুদ্ধে ভারতের কাছে প্রতিবাদ জানায়। | সিনেটর চার্লস এ্যাথিয়ান ও সিনেটর বেডফোর্ড মাের্সে পাকিস্তানে নতুন করে সমরাস্ত্র সরবরাহের লাইসেন্স প্রদান বন্ধ এবং মঞ্জুরিকৃত লাইসেন্স বাতিল করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের উতয় পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেন। তাহরিক-ই-ইশতেকলাল পার্টি প্রধান এয়ার মার্শাল (অব.) আসগর খান সপ্তাহব্যাপী সফর শেষে ঢাকা ত্যাগ করেন। ঢাকা ত্যাগের প্রাক্কালে তাহরিক প্রধান বলেন, পাকিস্তানের ভবিষ্যতের জন্য আগামী তিন মাস সঙ্কটপূর্ণ। সরকারকে জনগণের ন্যায্য দাবি-দাওয়া মিটিয়ে দিতে হবে। কে সরকার গঠন করবে তা বড় সমস্যা নয়, সমস্যা হচ্ছে আদৌ কোনাে সরকার গঠন করা যাবে কি না এবং দেশে গণতন্ত্র টিকবে কি না। ভারতে আশ্রিত বাংলাদেশের শরণার্থীদের সংখ্যা দাঁড়ায় ৬৫ লাখ ৪১ হাজার ৪শ ৪৬ জন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান