১০ এপ্রিল শনিবার ১৯৭১
মার্কিন পররাষ্ট্র দফতরের সহকারী পররাষ্ট্র সচিব জোসেফ সিসকো বলেন, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র পাকিস্তানকে যে অস্ত্র দিয়েছে তা তারা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারবে। প্রাদেশিক জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গােলাম আজম ঢাকায় এক বেতার ভাষণে বলেন, ভারত সশস্ত্র অনুপ্রবেশকারী প্রেরণ করে কার্যত পূর্ব পাকিস্তানিদের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করেছে। আমি বিশ্বাস করি, এই অনুপ্রবেশকারীরা পূর্ব পাকিস্তানি মুসলমানদের কাছ থেকে কোনাে সাহায্য পাবে শেরে বাংলার পুত্র ও জাতীয় পরিষদ সদস্য (আওয়ামী লীগ) এ. কে. ফয়জুল হক ঢাকায় এক বিবৃতিতে বলেন, পূর্ব পাকিস্তানে সশস্ত্র ভারতীয়দের নগ্ন অনুপ্রবেশ ও অসাধু উদ্দেশ্যের নিন্দা জানানাের ভাষা আমার নেই। আমাদের প্রিয় মাতৃভূমিকে দ্বিখণ্ডিত করার জন্য ভারতের স্থির প্রতিজ্ঞা আমাদের প্রতি তাদের শত্রুতামূলক মনােভাবের প্রমাণ। আমরা জনসাধারণের প্রতিনিধিরা তাদের সবরকম দায়-দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন। আমাদের প্রতি জনসাধারণ যে আস্থা প্রকাশ করেছে আমরা তা থেকে তাদের বঞ্চিত করতে পারি না। আমরা প্রিয় দেশকে দ্বিখণ্ডিত করার কোনাে পরিকল্পনার সাথে শরীক হতে পারি না। শেরে বাংলার কন্যা ও জমিয়াতুস ইসলামীর সভানেত্রী রইসি বেগম ঢাকায় পৃথক এক বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ ছিল ইসলামি আদর্শ ও পাকিস্তানের সম্পূর্ণ পরিপন্থী একটি শত্রুভাবাপন্ন জঙ্গিবাদের হাত থেকে পূর্ব পাকিস্তানের সাত কোটি মুসলমানের মুক্তির দিন। এদিন শেখ মুজিবুর রহমান ও তাঁর মতাবলম্বীরা চিরদিনের মতাে পূর্ব পাকিস্তানের দৃশ্যপট থেকে অপসারিত হয়েছেন। এজন্য আমাদের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানাই। কেন্দ্রীয় ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি মওলানা সৈয়দ মােঃ মাসুম ও সাধারণ সম্পাদক মওলানা জুলফিকার আহমদ কিসমতি, ইসলামী ছাত্র সংঘ, জাতীয় ছাত্র ফেডারেশনের (এনএসএফ) সভাপতি আমিনুর রহমান জিন্নাহ ও সাধারণ সম্পাদক মাহবুব সিদ্দিক, সাবেক এম এন এ আবদুল আওয়াল ভুইয়া, ঢাকা হাইকোর্টের এডভােকেট মাহবুবুর রহমান ও ঢাকা শহর কনভেনশন মুসলিম লীগের সভাপতি মােহাম্মদ আলী বক্স পৃথক পৃথক বিবৃতিতে বলেন, পূর্ব পাকিস্তানে সশস্ত্র অনুপ্রবেশকারী পাঠিয়ে ভারত প্রকৃতপক্ষে আমাদের দেশপ্রেমের মূলে আঘাত হেনেছে। ভারতে মনে রাখা উচিত, স্বীয় অধিকার আদায়ের ব্যাপারে পূর্ব পাকিস্তানের জনগণ শক্ররাষ্ট্রের কাছ থেকে কোনাে সাহায্য চায় না।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান