You dont have javascript enabled! Please enable it! 1971 | ভারতীয় শিল্পপতিদের অর্থে ‘জয়বাংলা’ পত্রিকা - সংগ্রামের নোটবুক

ভারতীয় শিল্পপতিদের অর্থে ‘জয়বাংলা’ পত্রিকা

মুক্তিযুদ্ধের ব্যাপক প্রচার ও বাংলাদেশ সরকারের মুখপত্র হিসেবে ১১ মে ’৭১ ‘জয়বাংলা’ পত্রিকা আত্মপ্রকাশ করে। জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান অনেকের সাথে এই পত্রিকা পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। ২১/১, বালু হাক্কাক লেন কলকাতা থেকে প্রকাশিত এই সাপ্তাহিক পত্রিকার জন্য ছাপাখানা ও অন্যান্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন পশ্চিম বাংলার কয়েকজন বিশিষ্ট বাঙালী শিল্পপতি। আব্দুল গাফফার চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকা দেশে-বিদেশে বিপুলভাবে সমাদৃত হয়। বাংলাদেশ সরকারের মুখপাত্র ‘জয়বাংলা’ পত্রিকার কর্মরত ব্যক্তিবর্গের পরিচয় :-

আব্দুল মান্নান (আহমেদ রফিক), মোহাম্মদ উল্লাহ চৌধুরী (আব্দুল মতিন চৌধুরী), মোহাম্মদ খালেদ (অধ্যক্ষ), জিল্লুর রহমান, আব্দুল গাফফার চৌধুরী, আব্দুর রাজ্জাক চৌধুরী, আসাদ চৌধুরী, গাজীউল হক, ড. এবনে গোলাম সামাদ, এম.এ মোহাইমেন, আব্দুল মঞ্জুর, গোলাম সারওয়ার, রবিউল আলম, অনু ইসলাম (নজরুল ইসলাম), অজিত কুমার দত্ত, পার্থ ঘোষ, রণজিত নিয়োগী, রবীন্দ্র গোপ।

Reference: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শরনার্থী শিবির আসাদুজ্জামান আসাদ