You dont have javascript enabled! Please enable it! 1971.10.21 | ভারত ও পাকিস্তানের কাছে বৃহৎ চতুঃশক্তির বার্তা | কালান্তর - সংগ্রামের নোটবুক

ভারত ও পাকিস্তানের কাছে বৃহৎ চতুঃশক্তির বার্তা

রাওয়ালপিণ্ডি, ২০ অক্টোবর (এপি)— চারটি বৃহৎশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, সােভিয়েত ইউনিয়ন, বৃটেন ও ফ্রান্স আলাদা আলাদাভাবে পাকিস্তান ও ভারতের কাছে বার্তা পাঠিয়ে এই উপমহাদেশের শান্তি যাতে বিঘ্নিত না হয় তা দেখতে এবং সংযম অবলম্বন করতে অনুরােধ জানিয়েছে। এই চারটি দেশই জাতিসঙ্ঘের নিজস্ব পরিষদের স্থায়ী সদস্য। পাকিস্তানী সংবাদপত্রে ‘তথ্যাভিজ্ঞ মহলের’ সূত্র উদ্ধৃত করে এই সংবাদ প্রকাশিত হয়েছে।
ভারত-পাকিস্তান সীমান্তে বর্তমানে যে বিস্ফোরণমুখী পরিস্থিতি রয়েছে তার আরও অবনতি রােধ করার জন্য এই চারটি দেশের সরকার ইসলামীবাদ ও নয়াদিল্লীর সঙ্গে ঘনিষ্ঠ যােগাযােগ বজায় রেখে চলেছেন।
ইসলামাবাদ ও নয়াদিল্লীতে চতুঃশক্তি প্রেরিত বার্তাকে ‘ডােম অফিসিয়াল’ বা আধা সরকারি বলে অভিহিত করা হয়েছে। এ বিষয়ে কোনও সরকালী স্বীকৃতি নেই বা বার্তার বিস্তারিত বিবরণও জানা যায় নি।

সূত্র: কালান্তর, ২১.১০.১৯৭১