You dont have javascript enabled! Please enable it! 1974.09.07 | বাংলাদেশের উন্নয়নে ইরাক ৪১ কোটি টাকা সাহায্য দেবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের উন্নয়নে ইরাক ৪১ কোটি টাকা সাহায্য দেবে

ঢাকা: ইরাক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রায় ৪১ কোটি টাকা সাহায্য দেবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সােমবার বাগদাদ থেকে প্রত্যাবর্তনের পর ঢাকা বিমান বন্দরে সাংবাদিকদের নিকট এ তথ্য প্রকাশ করেন। বঙ্গবন্ধু তার ইরাক সফরকে সম্পূর্ণ সফল বলে বর্ণনা করেন। তিনি বলেন, ইরাক সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য দিতে আগ্রহী। বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়ে ইরাকী নেতৃবৃন্দের সাথে তার বন্ধুত্ব ও সমঝােতাপূর্ণ আলাপ আলােচনা হয়েছে বলে বঙ্গবন্ধু জানান। সফরকালে ইরাক সরকার ও জনগণ যে ভালােবাসা ও সৌভ্রাতৃত্ব দেখিয়েছেন, বঙ্গবন্ধু তার অকুণ্ঠ প্রশংসা করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে ইরাকই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। তিনি বলেন, বাংলাদেশের বন্যাদুর্গত জনগণের পুনর্বাসনে ইরাক দু’কোটি চল্লিশ লাখ টাকা সাহায্য দান করেছেন। এর অতিরিক্ত বাংলাদেশে অর্থনৈতিক পুনর্বাসনে ইরাক ১৬ কোটি টাকা নগদে এবং ২০ কোটি টাকা প্রকল্প সাহায্য দেবে।২১

রেফারেন্স: ৭ অক্টোবর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত