জাতীয় দুর্যোগ মােকাবেলাকল্পে সর্বদলীয় খাদ্য কমিটি গঠনের আহ্বান
ঢাকা: লেবার পার্টি মনে করে বর্তমান সরকার দেশ শাসনে ব্যর্থ হয়েছে। তাই সঙ্গত কারণে বর্তমান দুর্ভিক্ষ অবস্থায় দেশ ও জাতির স্বার্থে সর্বদলীয় খাদ্য কমিটি গঠন করায় জাতীয় দুর্যোগ মােকাবেলা করা প্রয়ােজন। লেবার পার্টির কার্যালয়ে দলীয় চেয়ারম্যান জনাব ফয়জুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব মওলানা আবদুল মতিন এক সাংবাদিক সম্মেলনে ভাষণদানকালে এ কথা বলেন। নেতৃবৃন্দ বলেন, গােটা দেশের মানুষ যখন অন্ন বস্ত্রের অভাবে ধুকে ধুকে মরছে। তখন বিরােধী দলসমূহের নেতা ও কর্মীদের গ্রেফতার করে বন্দি রাখা ‘মানবতার বিরােধী কাজ। লেবার পার্টি অবিলম্বে ভাসানী, মেজর জলিল, জনাব মশিউর রহমান, জনাব অলি আহাদ, জনাব নুরুর রহমানসহ সকল রাজনৈতিক নেতা ও কর্মীদের মুক্তি দাবী করেছে। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ সিরাজ সিকদার, হক, তােহা, মতিন, আলাউদ্দিনসহ অন্য আত্মগােপনকারী রাজনৈতিক ব্যক্তিবর্গের ওপর থেকে হুলিয়া প্রত্যাহার করে দেশ ও জাতির সেবায় অংশগ্রহণ করার সুযােগ দানের দাবী জানান। লেবার পার্টি মনে করেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে বৈদেশিক নীতি গ্রহণ করেছেন তা দেশ ও জাতির জন্য সময়ােপযােগী। নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্রসেবীদের দাবী-দাওয়ার প্রতি লেবার পার্টি পূর্বেই একাত্মতা ঘােষণা করেন। নিউজপ্রিন্ট। নিবর্তনমূলক আইন বাতিল করার জন্য তারা সরকারের প্রতি দাবী জানায়।২৩
রেফারেন্স: ৮ অক্টোবর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত