You dont have javascript enabled! Please enable it! 1974.09.05 | বিদেশি সাহায্যের উপর নির্ভরতা লাঘব করুন - খােন্দকার মােশতাক আহমদ| দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বিদেশি সাহায্যের উপর নির্ভরতা লাঘব করুন

কুমিল্লা: বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ বর্তমান বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা লাঘবের লক্ষ্যে ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তােলার ওপর কঠোর ও সম্মিলিত প্রচেষ্টা চালানাের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির থানা পর্যায়ের অফিসারদের ওরিয়েন্টেশন কোর্সে তিনি বক্তৃতা করছিলেন। তিনি বন্যার্ত কৃষি ক্ষেত্রের ক্ষতি কাটিয়ে ওঠার উদ্দেশ্যে তিতাস, গােমতী ও মেঘনা প্রজেক্টে কৃষি উন্নয়নের লক্ষ্যে কার্যকরী করার জন্য সবুজ পরিকল্পনা সফল করে তােলার আহ্বান জানান। খােন্দকার মােশতাক আহমদ বলেন, এই সবুজ কর্মসূচিতে স্থানীয় জিনিসপত্র ও জনসম্পদ কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অধিক খাদ্য ফলাও ও সবুজ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে প্রশাসনিক রাজনৈতিক ও জনগণের মধ্যে সমন্বয় সাধনের ওপর তিনি গুরুত্ব আরােপ করেন। তিনি এই কর্মসূচিকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষিত সম্প্রদায়কে দ্রুত উৎপাদনশীল শাক-সবজি চাষ করে এই কৃষি উন্নয়ন আন্দোলনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সমাবেশে ভাষণদানকালে তথ্য ও বেতার প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুর বলেন, বন্যার্ত কৃষি ক্ষতিপূরণ কাটিয়ে ওঠাই হচ্ছে এই সবুজ কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কর্মসূচির আদর্শ পৌছে দেয়ার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান।১৬

রেফারেন্স: ৫ অক্টোবর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত