মােশতাকের কাছে বীমা কর্পোরেশন বিশেষ কমিটির রিপাের্ট পেশ
ঢাকা: বাণিজ্য ও বহির্বাণিজ্য মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ সচিবালয়ে বীমা কর্পোরেশনে বিশেষ কমিটির রিপাের্ট গ্রহণ করেন। গতকাল সচিবালয়ে জনাব মফিজুর রহমান মন্ত্রীর নিকট রিপাের্টটি প্রদান করেন। রিপাের্টটিতে জীবন বীমা ও সাধারণ বীমার সংখ্যা ও সার্ভিস রেকর্ড পুনর্গঠন করার সুপারিশ গ্রহণ করা হয়। এছাড়া কমিটির রিপাের্টে কর্পোরেশনের কর্মচারীদের জন্য বেতন স্তর ও সার্ভিস প্রবর্তন করার সুপারিশ করা হয়। বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ: বাণিজ্য ও বহির্বাণিজ্য মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ কুমিল্লায় ৩ দিনের সফরে আজ ঢাকা ত্যাগ করেন। মন্ত্রী আজ চান্দিনায় বন্যা উত্তর পুনর্বাসন পরিকল্পনার আওতায় সবুজ প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী ৫ অক্টোবর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে কুমিল্লা জেলার থানা উন্নয়ন অফিসারদের ট্রেনিং উদ্বোধন করবেন।”১০
রেফারেন্স: ৩ অক্টোবর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত