জাতিসংঘভুক্তি বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের ফলশ্রুতি
ঢাকা: জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব আবদুল মান্নান বলেছেন যে, জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের ফলশ্রুতি। গত শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে আশা প্রকাশ করে আরাে বলেন যে, বঙ্গবন্ধুর এই নেতৃত্বে দেশকে সমৃদ্ধি ও কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাবে। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে যেসব দেশ উদ্যোগ নিয়েছে তাদের প্রতি অভিনন্দন জানিয়ে বুধবার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) যুগ সম্পাদক আবদুল করিম এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেছেন যে, জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশ এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাসহ তৃতীয় বিশ্বের শােষিত ও নির্যাতিত মানুষের সাথে একত্র হয়ে সাম্রাজ্যবাদবিরােধী সংগ্রাম চালিয়ে যেতে সক্ষম হবে।৫৯
রেফারেন্স: ২১ সেপ্টেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত