সােভিয়েত ইউনিয়ন ২৭ কোটি টাকার নগদ ও পণ্য ঋণ দিচ্ছে
ঢাকা: নজিরবিহীন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সােভিয়েত সরকার বাংলাদেশকে প্রায় ২৭ কোটি টাকা ঋণ দেবে। এই অর্থে ১ কোটি রুবল (১২ কোটি টাকা) দেয়া হবে নগদে। বাকি ১৫ কোটি টাকা পণ্যের আকারে দেয়া হবে। প্রস্তাবিত ১ কোটি রুবলকে (রুশ মুদ্রা) যেকোন বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা যাবে। বন্যার ফলে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়ে বিশেষ উদ্বিগ্ন হয়ে সােভিয়েত ইউনিয়ন এবারেই সর্বপ্রথম রূপান্তরযােগ্য ঋণের প্রস্তাব করেছে বলে বিপিআইয়ের খবরে প্রকাশ। সােভিয়েত সাহায্যের কথা ঘােষণা করে শনিবার বাংলাদেশ সরকারের জনৈক মুখপাত্র বলেন, দু’দেশের সরকার পর্যায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পর ১৯৭৪ সালে ও ৭৫ সালের প্রথম ৩ মাসের মধ্যে সােভিয়েত সাহায্য পাওয়া যাবে। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, বর্তমানে মস্কো সফররত অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনায় ক্রেমলিন থেকে পর্যাপ্ত সাহায্যের আশ্বাস পেয়েছেন।
নতুন ঋণ চুক্তি অনুযায়ী সােভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে যে সব পণ্য দেবে তার মধ্যে রয়েছে সুতা ৩০৮০ টন, টেকনিক্যাল ওয়েল ৫ হাজার টন, সিমেন্ট ২৫ হাজার টন, ক্যালসিনেটেড সােডা ১ হাজার টন, লােহা ৫ হাজার টন ও জিংক কোটেড লােহার পাত ২ হাজার টন।৬০
রেফারেন্স: ২১ সেপ্টেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত