You dont have javascript enabled! Please enable it! 1974.09.30 | নিউইয়র্কে কূটনৈতিক মহলের আশাবাদ: বাংলাদেশ পশ্চিমা দেশগুলাে থেকে ব্যাপক অর্থনৈতিক ও খাদ্য সাহায্য পাবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

নিউইয়র্কে কূটনৈতিক মহলের আশাবাদ: বাংলাদেশ পশ্চিমা দেশগুলাে থেকে ব্যাপক অর্থনৈতিক ও খাদ্য সাহায্য পাবে

নিউইয়র্ক: বাংলাদেশ পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলাে থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থনৈতিক ও খাদ্য সাহায্য লাভ করবে বলে এখানকার কুটনৈতিক শীর্ষ স্থানীয় মহল সূত্রে জানা গেছে। শীঘ্রই বাংলাদেশ সাহায্য কনসাের্টিয়াম গঠিত হবে এবং অধিকাংশ উন্নত দেশ এই নয়া জাতির অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে বলে আভাস পাওয়া গেছে।
বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন গত দুই মাস ধরে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নত দেশগুলাের নেতৃবৃন্দের সাথে আলােচনা চালিয়েছিলেন। গত সপ্তাহে বাংলাদেশের অফিসাররা বাংলাদেশ সাহায্য কনসাের্টিয়াম গঠন ও দ্বিপাক্ষিক সাহায্যের ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলাের সাথে কয়েকদফা আলােচনায় মিলিত হয়েছেন। সহানুভূতি রয়েছে বলে ওয়াকিবহাল মহল সূত্রে জানা গেছে।
এসব শীর্ষস্থানীয় কূটনীতিবিদরা মনে করেন যে, বাংলাদেশ নির্ভরদেশ হিসেবে গড়ে উঠতে সক্ষম। ইতােমধ্যে জাতিসংঘ সাম্প্রতিক বন্যার পর বর্তমান সংকট উত্তরণে বাংলাদেশকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সাহায্য সমর্থন গড়ে তুলেছে। জাতিসংঘ শীঘ্রই বাংলাদেশে খাদ্য সাহায্য ও নিত্যপ্রয়ােজনীয় পণ্য সাহায্য পাঠাতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে।৯৬

রেফারেন্স: ৩০ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত