আরেকটি তৈল অনুসন্ধান চুক্তি স্বাক্ষর
ঢাকা: সােমবার বাংলাদেশ সচিবালয়ে তৈল উৎপাদনের অংশীদার হওয়ার জন্য যুগােশ্লাভিয়ার ‘ইনানস্টম্পলি তৈল কোম্পানি ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে প্রাকৃতিক সম্পদ দফতরের সচিব জনাব হেদায়েত হােসেন ঐ তেল কোম্পানির একজন প্রতিনিধির সাথে চুক্তিতে স্বাক্ষর দান করেন।
এ চুক্তির অধীনে ইনস্টাম্পলিম্প তেল কোম্পানি বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৯৭ বর্গমাইল এলাকায় তেল অনুসন্ধানের কাজ করবেন। তেল কোম্পানি ৯৭ লক্ষ ডলারের মােট বােনাসের শতকরা ৭০ ভাগ বাংলাদেশ সরকারকে দান করবেন। চুক্তি স্বাক্ষরের পর একজন সরকারি মুখপাত্র জানান যে, শীঘ্রই যুগােশ্লাভিয়া তৈল অনুসন্ধানের কাজ শুরু করবে বলে আশা করা যাচ্ছে। আজ মঙ্গলবার তৈল অনুসন্ধানের চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে।৯৪
রেফারেন্স: ৩০ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত