আজ বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হচ্ছে
কক্সবাজার: বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য আলােচনা আজ সকালে এখানকার সার্কিট হাউসে শুরু হয়েছে। গত বছরের বাণিজ্য চুক্তির আলােকে দুদেশের মধ্যে আগামী বছরের জন্য বাণিজ্য চুক্তির এ আলােচনা চলছে।
এ দুটি দেশ ১৯৭২ সালে তিন বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এ ছাড়াও প্রতি বছর দুটি দেশ বাণিজ্যের জন্য নতুন চুক্তি করে যাচ্ছে। গত বছরে এইরূপ চুক্তি গত শনিবার শেষ হয়ে গেছে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদকে এই আলােচনায় সাহায্য করেন, বহির্বাণিজ্য দফতরের সচিব জনাব নুরুল ইসলাম।
এই দফতরের অন্য অফিসাররা তাদের ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে পৃথকভাবে আলােচনা করে যাচ্ছেন। ভারতীয় পক্ষে এই আলােচনায় অংশ নেন ভারতীয় বাণিজ্য মন্ত্রী ডি পি চট্টোপাধ্যায় এবং তাকে সহায়তা করেন ভারতীয় হাই কমিশনার সমর সেন ও ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ওয়াই ডি শাহ। চুক্তির প্রথম আলােচনা ঢাকাতে শুরু হয় এবং আগামীকাল ঢাকাতে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। দুই মন্ত্রী ও প্রতিনিধিদলের অন্য সদস্যরা আজ বিকালে ঢাকা ফিরে যাবেন।৯১
রেফারেন্স: ২৯ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত