ভারত-বাংলাদেশের মধ্যে আবার দ্বিতীয় বছরের জন্য বাণিজ্যচুক্তি হচ্ছে
ঢাকা: ভারতীয় বাণিজ্যমন্ত্রী মি. ডিপি চট্টোপাধ্যায় বাংলাদেশের সাথে এক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর দানের জন্য আজ ঢাকা পৌঁছাবেন বলে গতকাল জানানাে হয়েছে। ৩ বছরের বাণিজ্য চুক্তির প্রথম বছরের চুক্তির মেয়াদ আজ শেষ হয়ে যাচ্ছে। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি মি. আর কে তলােয়ারের নেতৃত্বে সাত সদস্যের একটি অগ্রবর্তী প্রতিনিধিদল গত মঙ্গলবার ঢাকা এসেছেন এবং মন্ত্রী পর্যায়ের আলােচনার ভিত্তি রচনা করেছেন।
তারা বাংলাদেশ কর্মকর্তাদের সাথে বেশ কয়েকবার আলােচনা করেন। অভিজ্ঞমহল সূত্রে প্রকাশ, গত বছর এক দেশ থেকে অপর দেশের ৩০ কোটি টাকার বাণিজ্য চুক্তিটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। চুক্তিতে বর্ধিত পণ্যের পরিমাণের চেয়ে অনেক কম রপ্তানি হয়েছে, অপরদিকে বাংলাদেশে রপ্তানির দ্বিগুণ পণ্য আমদানি করা হয়েছে।৭৭
রেফারেন্স: ২৬ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত