বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে চট্টগ্রামে স্পঞ্জ লৌহ মিল স্থাপন হচ্ছে
ঢাকা: দুই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ স্পঞ্জ আয়রন মিল (আধা পরিশােধিত লৌহ মিল) স্থাপনের জন্য বর্তমানে ভারত ও বাংলাদেশের বিশেষজ্ঞরা সম্ভবত রিপাের্ট প্রণয়ন করছেন। সম্ভবত চট্টগ্রামে এই স্পঞ্জ আয়রন মিল স্থাপিত হতে পারে। প্রস্তাবিত মিলটি বার্ষিক ৫ লক্ষ টন আয়রন উৎপাদন করতে সক্ষম হবে। এই মিলের কাঁচামাল হিসেবে ভারত থেকে অপরিশােধিত লৌহ আমদানি করা হবে। এজন্য দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদন করা হবে। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, ভারত ইতােমধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে জাপান ও অন্য কয়েকটি দেশে অপরিশােধিত লৌহ সরবরাহ করছে। বাংলাদেশ স্টীল মিল কর্পোরেশন ও ভারত সরকারের ইস্পাত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রস্তাবিত আয়রন মিলটি স্থাপিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গতবারের ভারত সফরের সময় বাংলাদেশে এই মিল স্থাপনের জন্য দুই দেশের প্রধানমন্ত্রীদ্বয় সিদ্ধান্ত গ্রহণ করেন। স্পঞ্জ আয়রণ ব্যবহার করে ইস্পাত তৈরি করা হবে। এছাড়া চট্টগ্রাম স্টীল মিলও কাঁচামাল হিসেবে আয়রনের পরিবর্তে স্পঞ্জ আয়রন ব্যবহার করতে সক্ষম হবে। বাংলাদেশে বার্ষিক কত লক্ষ টন ইস্পাত প্রয়ােজন তা সঠিকভাবে নির্ধারিত হয়নি। তবে দেশের শিল্পকারখানা স্থাপন, ব্রীজ নির্মাণ, প্রাকৃতিক প্রয়ােজন মেটানাের জন্য বার্ষিক প্রায় ১৫ লক্ষ টন ইস্পাতের প্রয়ােজন। কাজেই আগামী পাঁচসালা পরিকল্পনার শুরুতেই বাংলাদেশে পূর্ণাঙ্গ স্টীল কারখানা স্থাপনের উদ্যোগ নিতে হবে বলে বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন এবং পূর্ণাঙ্গ ইস্পাত কারখানার জন্য ভারত ও অন্যান্য দেশ থেকে দীর্ঘমেয়াদীতে অপরিশােধিত লৌহ আমদানি করতে হবে।৩৮
রেফারেন্স: ১৪ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত