সার কারখানায় বিস্ফোরণ, স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন
ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জনাব আবদুল মান্নান ঘােড়াশাল সার কারখানায় বিস্ফোরণে আহত শ্রমিকদের দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং হলি ফ্যামিলি হাসপাতাল পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী আহত লােকদের দেখে মর্মাহত হয়েছেন। তিনি আহত লােকদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন। এই বিস্ফোরণে আহত লােকদের মধ্যে ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য তিন জন হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়েছেন।
শিল্পমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন: শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ঘােড়াশাল সার কারখানায় বিস্ফোরণে আহত শ্রমিকদের দেখার জন্য হাসপাতাল এবং হলি ফ্যামিলি হাসপাতাল পরিদর্শন করেন। শিল্পমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং আহত শ্রমিকদের অবস্থা দেখে ভীষণভাবে মর্মাহত হন। শিল্পমন্ত্রী হাসপাতালে সফরকালে তার সঙ্গে ছিলেন সার রসায়ন ও ভেষজ শিল্প সংস্থার চেয়ারম্যান জনাব মাজেদুল হক।৩৪
রেফারেন্স: ১২ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত