You dont have javascript enabled! Please enable it! 1974.09.11 | অর্থনৈতিক উন্নয়নে অভিজ্ঞদের সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠক | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

অর্থনৈতিক উন্নয়নে অভিজ্ঞদের সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠক

ঢাকা: গত কিছুদিন যাবৎ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনৈতিক শিল্প উৎপাদন, শ্রমনীতি, বিশেষ করে জাতীয় অর্থনীতি সম্পর্কে প্রবীণ ও অভিজ্ঞ নাগরিকদের সঙ্গে আলােচনা চালাচ্ছেন। অবশ্য এর জন্য তিনি বিশেষ কোন প্রােগ্রাম নির্দিষ্ট করছেন না। তারা যখনই বঙ্গবন্ধুর কাছে আসছেন, তখনই তিনি তাদের খুবই আনন্দের সাথে গ্রহণ করে দেশের আর্থিক ব্যবস্থা সম্পর্কে বিশেষভাবে আলােচনা করছেন। মুদ্রাস্ফীতি রােধ করে কিভাবে দ্রব্যমূল্য কমিয়ে কি করে উৎপাদন বাড়ানাে যায় এবং কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় সে সম্পর্কে তাদের মতামত গভীর আগ্রহের সাথে শুনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় টুকে রাখছেন। সম্প্রতি জনৈক প্রাক্তন ব্যাংক ডিরেক্টর বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি বর্তমান বিভিন্ন সমস্যা নিয়ে। আলােচনা করেন। দেশের নতুন নতুন শিল্প উন্নয়নের জন্য বাস্তব পদক্ষেপ নেয়ার ওপর বিশেষ গুরুত্ব আরােপ করেন। জনসাধারণ যাতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করতে পারে তার জন্য ব্যবস্থা নেয়ার জন্য তিনি জোর দেন। প্রধানমন্ত্রী দেশের বিশিষ্ট লােকদের সাথে আলােচনা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন। তিনি অর্থনীতিবিদ, কৃষি, শিল্প, সমবায় সম্পর্কে অভিজ্ঞ লােক, শিক্ষাবিদ, ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশায় নিয়ােজিত সকল শ্রেণির বিশিষ্ট লােকদের। সাথে ক্রমান্বয়ে মিলিত হবেন বলে জানা গেছে। সকলের মতামত নিয়ে আগামী নভেম্বর বা ডিসেম্বরে তিনি দেশের সামগ্রীক অবস্থার পরিপ্রেক্ষিতে কৃষি উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থা দৃঢ় ও জোরালাে করার জন্য বাস্তব ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট মহল আশা করছেন।৩০

রেফারেন্স: ১১ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত