বন্যার্ত পুনর্বাসনে ভারত ১০ কোটি টাকা ঋণ দেবে
ঢাকা: ভারত সরকার বাংলাদেশের বন্যাদুর্গত জনসাধারণের পুনর্বাসনের জন্য ১০ কোটি টাকা ঋণ দানের কথা ঘােষণা করেছেন। আগামী দু’একদিনের মধ্যে এই ঋণপত্রের ব্যাপারে চূড়ান্ত কাজ সমাধা করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ একটি প্রতিনিধিদল দু’একদিনের মধ্যে নয়া দিল্লি যাবেন বলে এনার সংবাদে বলা হয়েছে।
মালয়েশিয়া: মালয়েশিয়া সরকার বাংলাদেশের বন্যাদুর্গত জনসাধারণের সাহাযার্থে ৭৫ হাজার ডলার দান করেছেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল জনাব ইব্রাহিম বিন আহমদ, কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব জমিরুদ্দিন আহমদের নিকট আনুষ্ঠানিকভাবে একটি চেক প্রদান করেন। অনুষ্ঠানে জনাব ইব্রাহিম বিন আহমদ বলেন, বাংলাদেশে বন্যাদুর্গত জনসাধারণের সাহায্যার্থে সমবেদনা প্রকাশের প্রতীক হিসেবে এই অর্থ দান করেছেন। তিনি বলেন, নগদ অর্থ ছাড়াও মালয়েশিয়া সরকার শীঘ্রই আরাে ২৫ হাজার ডলারের ত্রাণসামগ্রী পাঠাবে।
ইন্দোনেশিয়া: বাংলাদেশের বন্যাদুর্গত জনসাধারণের সাহাযার্থে ইন্দোনেশিয়া রূপীয়া দান করেছেন। গত ৯ সেপ্টেম্বর জাকার্তার এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ বিভাগের মন্ত্রী জনাব সিনরেজা সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব খুররম খান পন্নীর নিকট এই টাকা প্রদান করেন। ঢাকাস্থ ইন্দোনেশীয় দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানাে হয়।
আর্জেন্টিনা: বি পি আইয়ের খবরে প্রকাশ, আর্জেন্টিনা সরবার বাংলাদেশের বন্যাদুর্গত জনসাধারণের সাহায্যের জন্য ১ হাজার টন গম এবং ৫শ টন চাল দান করেছেন।
কিউবা: কিউবা সরকার বাংলাদেশের বন্যার্ত জনসাধারণের জন্য ঔষধ ক্রয় বাবদ ৫ হাজার মার্কিন ডলার দান করার কথা ঘােষণা করেছেন। বিপিআই এ খবর জানিয়েছেন।
লেবানন: লেবানন সরকার বাংলাদেশের বন্যাদুর্গত জনগণের জন্য ত্রাণ সাহায্য বাবদ ৫ লাখ লেবাননী পাউন্ড দানের কথা ঘােষণা করেছেন।২৮
রেফারেন্স: ১০ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত