You dont have javascript enabled! Please enable it! 1974.09.09 | জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি, আজ আরাে দু’জন যাচ্ছেন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি, আজ আরাে দু’জন যাচ্ছেন

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন বৈঠকে যােগদানের জন্য দুই সদস্যের বিশেষ সরকারি প্রতিনিধিদল আজ সকালে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি জনাব তােবারক হােসেন ও ডিরেক্টর জেনারেল জনাব আবুল আহসানও প্রতিনিধি দলে রয়েছেন। পররাষ্ট্র দফতরের অন্যতম অফিসার জনাব রিয়াজ রহমানের সাথে ১০ সদস্যের অপর একটি দল আগামী ১৬ সেপ্টেম্বর। নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ দলে ৩ জন বেসরকারি সদস্য থাকবেন। এরা হলেন, জনাব আসাদুজ্জামান খান এমপি, প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মােশারফ হােসেন, সামসুন্নাহার হলের প্রভােস্ট মিসেস মেহেরুন্নেসা। এখানে উল্লেখ করা যেতে পারে যে, প্রতিনিধিদলের অন্য সদস্য হচ্ছেন জাতিসংঘে বাংলাদেশ বিশেষ প্রতিনিধি জনাব এস এ করিম, বার্মায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব কে এস কায়সার, পররাষ্ট্র দফতরের ডিরেক্টর জেনারেল জনাব কে এইচ মাের্শেদ। জনাব মাের্শেদ ইতােমধ্যেই গত রবিবার নিউইয়র্কে রওয়ানা হয়ে গেছেন। জনাব কায়সার রেঙ্গুন থেকে সরাসরি নিউইয়র্কে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী কামাল হােসেন পশ্চিম ইউরােপের দেশসমূহ সফর শেষ করে আগামী ১৬ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।২৫

রেফারেন্স: ৯ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত