You dont have javascript enabled! Please enable it! 1974.09.07 | আন্তর্জাতিক অর্থ তহবিলের ঋণে বাংলাদেশ তালিকাভুক্ত | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আন্তর্জাতিক অর্থ তহবিলের ঋণে বাংলাদেশ তালিকাভুক্ত

ওয়াশিংটন: আন্তর্জাতিক অর্থ তহবিল কর্তৃক স্থাপিত তহবিল থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান অন্যতম। তেলের উচ্চ মূল্যের পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক দায় পরিশােধ সমস্যায় নিপতিত দেশগুলাের সাহায্যের জন্য এই তহবিল গঠন করা হয়েছে। সাত বছরের সঠিক মেয়াদে এসব দেশ ঋণ গ্রহণ করতে পারবে। ৭টি প্রধান ঋণ তেল রপ্তানিকারক দেশের কাছ থেকে এ ব্যাপারে অর্থ গ্রহণ করা হচ্ছে। নিম্নোক্ত দেশগুলাে এই তহবিল থেকে অর্থ ঋণ নেয়ার জন্য তালিকাভুক্ত হয়েছে:
বাংলাদেশ ১৪ লাখ ৪০ হাজার ৮শত ডলার, চিলি ৪ কোটি ৯৭ লাখ ৮৪ হাজার ডলার, কেনিয়া ১ কোটি ১১ লাখ ৪৮ হাজার ডলার, সুদান ১ কোটি ১২ লাখ ৯২ শত ডলার ও তানজানিয়া ১৫ লাখ ৮৪ হাজার ডলার। তহবিলের পক্ষ থেকে বলা হয় ঋণ বাবদ বার্ষিক শতকরা ৮.৮৭৫ ভাগ হারে প্রথম ৩ বছরের সুদ ধার্য করা হয়। চতুর্থ বছর থেকে শতকরা ৭ ভাগে এই সুদের হার উন্নীত হবে।১৯

রেফারেন্স: ৭ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত