জাতিসংঘ ত্রাণ প্রতিনিধিদের অভিজ্ঞতা
ঢাকা: বাংলাদেশ সফররত জাতিসংঘের বিশেষ ত্রাণ প্রতিনিধি মি. পি, জি, স্ট্যানেসিস বন্যাদুর্গত জনসাধারণের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ত্রাণকার্যে সন্তোষ প্রকাশ করেন। বৃহস্পতিবার ত্রাণমন্ত্রী জনাব আবদুল মােমিনের সাথে ঢাকা, কুমিল্লা এবং নােয়াখালী জেলার কয়েকটি ত্রাণশিবির সফর করে মি. স্ট্যানেসিস সাংবাদিকদের নিকট তার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কয়েকটি ত্রাণশিবির পরিদর্শন করে তার। এই বিশ্বাস জন্মেছে বাংলাদেশ সরকার ত্রাণকার্যে সর্বশক্তি এবং সম্পদ নিয়ােজিত করেছেন।১৩
রেফারেন্স: ৫ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত